English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৮:০৭

মৃত্যুর অাগে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুমিয়ে কাটান প্রত্যুষা

নিজস্ব প্রতিবেদক
মৃত্যুর অাগে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুমিয়ে কাটান প্রত্যুষা

 

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু রহস্যে নতুন মোড়। মৃত্যুর ঠিক আগেই মদ্যপান করেছিলেন নায়িকা। গত বৃহস্পতিবার রাতে বয়ফ্রেন্ড রাহুলের সঙ্গেই একটি পার্টিতে গিয়েছিলেন প্রত্যুষা। গভীর রাতে বাড়ি ফিরে শুক্রবার সকালটা ঘুমিয়েই কাটান দু’জনে। বিকেলের দিকে ঘুম ভাঙলে রাহুল দেখেন প্রত্যুষা মদ্যপান করছেন। এরপরই খাবার কিনতে বাইরে যান রাহুল।

ফিরে এসে দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে ফ্ল্যাটে ঢুকতে পারেননি তিনি। পরে পাশের ফ্ল্যাটের কুকের সাহায্যে ফ্ল্যাটের পিছন দিক দিয়ে ঢোকেন। এরপরই প্রত্যুষাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দু’জনে ধরাধরি করে প্রত্যুষাকে নামিয়ে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রত্যুষাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বাঙ্গুরনগর থানার এক পুলিশ অফিসার সে সময় রাহুলকে ফোনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু এরপর থেকেই রাহুল ফোন বন্ধ করে দেন। এমনকী হাসপাতাল থেকে কার্যত পালিয়ে যান তিনি।

এসময়ে কেউ রাহুলকে ফোন করে পালাতে বলেছিলেন। তাঁকে পুলিশ আটক করতে পারে ওই ফোনে এই আশঙ্কাও প্রকাশ করা হয়। এতেই নাকি ভয় পেয়ে যান রাহুল। কিন্তু তাঁকে কে ফোনটা করেছিল তা এখনও এজানা।