English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১৯:৪২

মাঝরাতে আমিরের বাড়ীতে সানি লিওন

অনলাইন ডেস্ক
মাঝরাতে আমিরের বাড়ীতে সানি লিওন

সাবেক পর্নো তারকা সানি লিওন। তবে বর্তমানে বলিউড পাড়ায় দারুন একজন অভিনেত্রী সানি লিওন। অনেক দিন থেকেই আমির-সানি লিওনের ব্যবপারে কথা হচ্ছিল। এরই মধ্যে মাঝরাতে আমির খানের বাড়িতে গেলেন সানি। আর এখানে কিন্তু ক্যামেরার চোখ এড়াতে পারেননি তিনি।

আসলে সানি তাঁর স্বামীর সঙ্গে আমিরের বাড়িতে পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ভাইও। এই পার্টিতে যোগদানের পর টিনসেল টাউনে জোর জল্পনা যে, খুব শীঘ্রই আমির খানের কোনও সিনেমায় দেখা যেতে পারে সানিকে।   সম্প্রতি একটি সাক্ষাত্কারে সানির অতীত জীবন সম্পর্কে অনেক প্রশ্ন করা হয়েছিল। এই সাক্ষাৎকারেই সানি আমিরের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমিরও বলেছিলেন, সানির সঙ্গে কাজ করতে পারলে তিনি খুশি হবেন।

উল্লেখ্য, সানি সুপারস্টার শাহরুখ খানের আগামী সিনেমা ‘রইস’-এ আইটেম ডান্স করবেন।  এর আগে অক্ষয় কুমারের ‘সিং ইজ ব্লিং’-এ দেখা গিয়েছিল সানিকে। আমিরের পার্টিতে স্বামী ও ভাইয়ের সঙ্গে সানি।