English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১৯:৩১

শুটিংয়ে অন্তর্বাস পরেই এলেন সালমান!

অনলাইন ডেস্ক
শুটিংয়ে অন্তর্বাস পরেই এলেন সালমান!

সালমান খান যার নামের সঙ্গে রয়েছে বহু উপমা, সাম্প্রতিককালে তাকে বলিউড পাড়ায় বজরঙ্গী ভাইজান বলে ডাকেন সবাই। তবে ছবিতে দেখা ব্যক্তিটি কি সালমান? হ্যাঁ, ঠিকই দেখছেন। ‘সুলতান’-এর সেটে অন্তর্বাস পরে দেখা গেল সালমান খানকে। আখড়ার কুস্তিগীরদের চেহারায়।

সোশ্যাল মিডিয়ায় টুইটারে ছবিটি ফাঁস করেছেন সালমান খানেরই এক ফ্যান ক্লাব। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, একটি কালো অন্তর্বাস ছাড়া কোনও পোশাকই শরীরে নেই সালমান খানের।

প্রসঙ্গত, আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে হরিয়ানার এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সালমান। সেই জন্য জিমে গিয়ে বহু কসরত করেছেন তিনি। তাঁর শরীরি জাদুতে শুধু অনুরাগীরাই নন, মুগ্ধ সাধারণ দর্শকও। জানা গিয়েছে, একটি কুস্তির রিং-এর দৃশ্যের শ্যুটিংয়ের জন্যই এই বেশে দাবাং খান।

এই ছবিতে অভিনয় করছেন অনুষ্কা শর্মাও। তাঁকেও দেখা যাবে কুস্তিগীরের ভূমিকায়। ছবির শ্যুটিংও প্রায় শেষ পর্যায়ে। ট্রেলরের অপেক্ষায় অনুরাগীরা। সম্ভবত ঈদেই মুক্তি পাবে এই ছবি।