English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১১:১৮

ক্রিকেট শিখছেন ইমরান হাশমি (ভিডিও)

অনলাইন ডেস্ক
ক্রিকেট শিখছেন ইমরান হাশমি (ভিডিও)

কিসিং বয় ইমরান হাশমি এবার মোহাম্মদ আজহারউদ্দিন হবার স্বপ্ন দেখছেন। তাই আজহারের ব্যাটিং থেকে চলাফেরা, ব্যাটিং স্টাইল, ব্যাট ধরার কৌশল, দাঁড়ানোর ভঙ্গি, শটের ধরন সবকিছুই ছিলো একটু ভিন্ন ধরনের। ওই বিষয়গুলোই সবচাই ইমরান হাশমি।

না বলা চলবে না। পারতে যে তাকে হবেই কারণ টনি ডি সুজা পরিচালিত  ‘আজহার’ ছবিটির নায়ক খোদ তিনি আজহার নন। ছবির বায়োপিক  ‘আজহার’ যথার্থ করতেই এমন প্রশিক্ষণ দিচ্ছিন আজহার নিজেই।এমন একটি ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সফল ক্রিকেটার আজহারউদ্দিনের কাছে অনুশীলন করছেন সিরিয়াল ‘কিসার’ ইমরান। অনুশীলনের ফাঁকে তিনি বলেছেন, আমি তাকে খুবই মনোযোগ নিয়ে দেখেছি। তিনি সেসময় যে ম্যাচগুলো খেলেছেন, সেগুলোও আমি অনুসরণ করেছি যথাযথভাবে।

তবে, ইমরানকে খুব একটা চাপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন আজহারউদ্দিন। নিজেকে ঠিকমতো আবিস্কারের মাধ্যমে খেলাকে আয়ত্ত্বে আনার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক।

‘আজহার’ ছবিটি পরিচালনা করেছেন টনি ডি সুজা। এই ছবিতে আরো অভিনয় করেছেন প্রাচি দেশাই, নার্গিস ফখরি, লারা দত্ত। চলতি বছরের ১৩ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভিডিওটি দেখুন এখানে