English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১১:৪০

জন্মদিনে নেই দিতি

অনলাইন ডেস্ক
জন্মদিনে নেই দিতি

আজ ৩১ মার্চ, বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র প্রয়াত চিত্রনায়িকা দিতির ৫১তম জন্মদিন। গত বছরের এমন দিনে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে প্রিয়জনদের সাথে বেশ আয়োজন করে জন্মদিন উদ্‌যাপন করেছিলেন তিনি। সেই মানুষটি আজ নেই। পৃথিবীর সব মায়া ছেড়ে পরপারে চলে গেছেন তিনি।

১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্ম নেয়া গুণী এই অভিনেত্রীর প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’।’ এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন।   মৃত্যুর পর এটি দিতির প্রথম জন্মদিন। দিতির জন্মদিনে তার দুই সন্তান লামিয়া ও দীপ্ত ভোরবেলায় মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে নারাণগঞ্জের সোনারগাঁ গেছেন। তারা সেখানে দিতির কবর জিয়ারত করেছেন। দুপুরে ঢাকায় ফিরে এতিমখানা, পাগলখানায় খাবার বিতরণ করবেন। দিতির মেয়ে লামিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।   এদিকে দিতির বিদেহী আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে আজ দুপুরের সোনারগাঁ যাবেন শর্মিলী আহমেদ ও আজমেরী হক বাঁধন। অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে দিতির বান্ধবী অভিনেত্রী ডলি জহুর দিতিকে স্মরণ করেছেন।

গত ২০ মার্চ মস্তিষ্কে ক্যান্সারে আক্রান্ত দিতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।