English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ২১:৫৪

মা হলেন সালমানের বোন অর্পিতা

অনলাইন ডেস্ক
মা হলেন সালমানের বোন অর্পিতা
সালমান খান ও অর্পিতা খান

প্রথমবারের মত হলেন সালমান খানের বোন অর্পিতা খান। এনিয়ে খান পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। এ সংবাদে খান পরিবারসহ স্বামী আয়ুষ্মান শর্মার পরিবারও বেশ আনন্দিত!

বুধবার সকালে অর্পিতা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। তার স্বামী আয়ুশ শর্মা ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছেন। স্পটবয়ই এর ভাষ্যে, অর্পিতা-আয়ুশ দম্পতি তাদের সন্তানের নাম রেখেছেন আহিল। মা ও সন্তান দুইজনই সুস্থ আছে বলে জানা গেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে এই দম্পতি কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে গর্ভবতী অর্পিতাকে দেখা গেছে।