English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৭:২০

কোহলির জন্যই পুনম

নিজস্ব প্রতিবেদক
কোহলির জন্যই পুনম

টুইটারে বোমা ফাটালেন পুনম পাণ্ডে। নিজেরই দুটো ছবি পোস্ট করেছেন পুনম। প্রথমটি টিম ইন্ডিয়ার জন্য আর দ্বিতীয়টি এক্সক্লুসিভলি বিরাট কোহলির জন্য। খবর- আনন্দবাজার।

অস্ট্রেলিয়াকে নক আউট করার পর বিরাটকে নিজের খোলামেলা ছবি উপহার দিলেন পুনম। প্রচারের আলোয় আসতে বেশিরভাগ সময়ই বিভিন্ন ছলাকলার আশ্রয় নেন তিনি।

তাই বলিউডের ‘পাবলিসিটি কুইন’দের তালিকায় তাঁর নাম থাকে প্রথম সারিতেই। এই ছবি পোস্ট করে ফের শিরোনামে তিনি। প্রথম ছবিটিতে তিনি লিখেছেন, ‘টিম ইন্ডিয়া আমার স্টাইলে তোমাদের একটা গিফট দিলাম’। আর দ্বিতীয় ছবিতে তাঁর ক্যাপশন, ‘বিরাট এটা শুধু তোমার জন্য।’