English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ২০:৫১

শাহরুখের কন্যার বিকিনিতে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
শাহরুখের কন্যার বিকিনিতে  তোলপাড়

শাহরুখের সন্তানদের নিয়ে ভক্তদের কৌতুহল বরাবরই ছিল। তাই আহামরি কিছু না করেই বহুবার গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে শাহরুখ-গৌরি দম্পতির তিন সন্তান। এবার ইন্টারনেটে কিং খানের  একমাত্র কন্যা সুহানা খানের ছবি পাওয়া যাচ্ছে। তাও আবার বিকিনি পরা।

১৫ বছর বয়সী সুহানার বিকিনি পরা কয়েকটা ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এ খবর চাউর হতেই নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছে। ছবিগুলো শেয়ারের পর শেয়ার হচ্ছে। নায়ক বাবা পর্দায় সময়কে থমকে দিয়ে এভারগ্রিন থাকতে পারেন৷ কিন্তু বাস্তবে তো আর তা হয় না৷

ছোট্ট সুহানাকে এতদিন দেখে এসেছে সকলে, সে যে কবে বড় হয়ে গেছে তা নজরেই পড়েনি। নায়িকাদের মতো তার বিকিনি পরা ছবিতে তাই রীতিমতো চমকে উঠেছে বলিপাড়া৷ ভাই আব্রামকে পাশে নিয়ে সুহানার এই বিকিনি পরা ছবি তাই দ্রুত ছড়িয়েছে ইন্টারনেটেও৷ বলি সেলেবদের ছেলে-মেয়েরা যে যথেষ্ট 'বোল্ড' সে প্রমাণ আগেও মিলেছে৷

শ্রীদেবী কন্যা জাহ্নবী বা খুশি এর আগে নিজেদের খোলামেলা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ তা নিয়ে সমালোচনাও কম হয়নি৷ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নন্দাকেও এরকমই সাহসী ছবিতে দেখা যায়৷ তা নিয়ে কোনও সমালোচনাতে কর্ণপাতও করেননি তিনি৷ জ্যাকি শ্রফের মেয়েটি তো কিছুদিন পরপরই টুইটারে নিজের অর্ধনগ্ন ছবি আপলোড করে বেশ সমালোচনার খোরাকে পরিণত হন। এবার দেখা গেল, সেই একই সাহসী পথে হেঁটেছেন শাহরুখ কন্যাও৷

এর আগেও পার্টি-পোশাকে সুহানার খোলামেলা ছবি প্রকাশ পেয়েছিল ইন্টারনেটে৷ তারপর এই বিকিনি পরা ছবি৷ বিকিনি নয়, বহুজনের প্রিয় নায়ক শাহরুখের মেয়ে বিকিনি পরার মতো যে বড় হয়ে গেছে এটা দেখতেই যেন মশগুল নেটদুনিয়া৷ তবে শাহরুখ বা তাঁর পরিবারের তরফে কেউ আনুষ্ঠানিকভাবে জানাননি যে, এ ছবি সুহানারই৷