English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১২:০৪

অভিনয়কে বিদায় জানালেন হাসিন

অনলাইন ডেস্ক
অভিনয়কে বিদায় জানালেন হাসিন

জনপ্রিয় ভিট চ্যানেল আই টপ মডেল ও অভিনেত্রী হাসিন রওশন হঠাৎ করেই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন। রবিবার রাতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে এই খবর জানান হাসিন। অভিনয় ছেড়ে নিজের পরিবারকে ও স্বামীকে সময় দেবেন বলে জানিয়েছেন তিনি।

হাসিন তার ঘোষণায় বলেন, ‘আমি আজকের পর থেকে মিডিয়াতে আর কোনরকম কাজ করব না। এটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চাই। অনেকেই হয়তো বলবেন, সামনে ঈদের কাজ করার পর কেন ছাড়লাম না। ঈদের আগে হয়তো দেশে থাকবো না তাই আর নতুন করে কোন কাজ হাতে নিতে চাই না। আজ হোক কাল হোক মিডিয়া ছাড়তেই হতো। তাই একটু আগেই সিদ্ধান্তটা নিয়ে নিলাম।’

অভিনয় ছাড়া প্রসঙ্গে হাসিন জানান, ‘এখন থেকে পরিবার ও স্বামীকে সময় দিতে চাই। দীর্ঘ চার বছর ও আমাকে স্বাধীনভাবে মিডিয়াতে কাজ করতে দিয়েছে। এবার ওকে একটু সময় দিতে চাই।’

তবে হাসিনের ঘণিষ্ঠজনরা বলছেন, স্বামীর অনেক দিন ধরেই হাসিনকে মিডিয়া ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। মূলত তার আপত্তির জন্যই মিডিয়া ছেড়েছেন এই মডেল। তবে হাসিন বলেন, নিজের ইচ্ছাতেই অভিনয় ছেড়েছি।

অভিনয় ছাড়ার ঘোষণা দেয়ার পাশাপাশি এ অভিনেত্রী দীর্ঘ পাঁচ বছর মিডিয়ার সঙ্গে জড়িত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

ভিট চ্যানেল আই টপ মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন হাসিন। ২০১১ সালের ভিট চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমই হাসিন অভিনয় করেন তাহের শিপনের পরিচালনায় ‘আমাদের ছোট নদী’ নাটকে।

রাজশাহীর মেয়ে হাসিন ব্যক্তিজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্বামী নাম মারুফুল ইসলাম।তিনি পেশায় একজন  ব্যবসায়ী।