English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ০০:৩৬

দীপিকার পরিবারের সঙ্গে রণবীর সিংহ!

অনলাইন ডেস্ক
দীপিকার পরিবারের সঙ্গে রণবীর সিংহ!

দীর্ঘদিন কানাডায় ছিলেন দীপিকা পাড়ুকোনে। সম্প্রতি হলিউডের ট্রিপল এক্স সিরিজের ‘জান্ডার দ্য কেইজ’ চলচ্চিত্রে শুটিং সেরেই মুম্বাই ফেরত আসেন তিনি। তবে মুম্বাই আসার পর পরই বন্ধুর বিয়েতে অংশগ্রহণ করতে শ্রীলঙ্কায় উড়ে যান দীপিকা। বিয়ের দীপিকার পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রণবীর সিংহও। এদিকে দীপিকার পরিবারের সাথে রণবীরের এই সফর অনেকে মনে করছেন ভেতরে ভেতরে তারা পারিবারিক যোগাযোগও রক্ষা করে চলেছেন। 

তবে কি শিগগিরই বাজবে রণবীর দীপিকার বিয়ের শানাই? সম্প্রতি রণবীর সিংয়ের টুইটার প্রোফাইল থেকে পোস্ট করা বিয়ের ছবি ও ভিডিও দেখে তা সহজেই অনুমান করা যাচ্ছে। বিয়ের প্রায় সবখানে তাদের খুব কাছাকাছি দেখা গেছে। 

রণবীরের পোস্ট করা একটি ভিডিও দেখা যাচ্ছে, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবির গান ‘বালাম পিচকারি’র তালে মঞ্চে একই সঙ্গে নাচছেন রণবীর-দীপিকা।

বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দীপিকা পড়েছেন সাদা শাড়ি আর রণবীর পড়েছেন কালো রঙয়ের কুর্তা। এই বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছে দীপিকার মা উজালা পাড়ুকোনকেও দেখা গেছে।