English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৯:৫৭

একবছর পর নিরবের নিরবের বিবাহোত্তর সংবর্ধনা

অনলাইন ডেস্ক
একবছর পর নিরবের নিরবের বিবাহোত্তর সংবর্ধনা

পালিয়ে বিয়ে করার প্রায় ১ বছর ৩ মাস পর আজ রোববার সন্ধ্যায় সেনাকুঞ্জে এ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেতা নিরব। সেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

২০১৪ সালের ২৬শে ডিসেম্বর তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে পালিয়ে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নিরব। এতদিন কোনো অনুষ্ঠান করা হয়ে ওঠেনি। বিয়ে হলো, সংসার হলো। কিন্তু বউ সাজা হয়নি। এসব নিয়ে ঋদ্ধির আক্ষেপ ছিল। আর সে অতৃপ্তি মেটাতেই নিরব বিয়ের এক বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পর অনুষ্ঠান আয়োজন করলেন।

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তরাঁয় হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়েতে চলনের রীতি থাকলেও এখন সেটা না হয়ে সরাসরি সংবর্ধনা হচ্ছে।

এতোদিন পর বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে নিরব বলেন, বিয়ের পর কোনো অনুষ্ঠান করিনি। আমার বিয়েটা কিভাবে হয়েছে সেটা সবাই জানেন। তাই সবার দোয়া নিতেই এ অনুষ্ঠানের আয়োজন করেছি।

উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে নিরব-ঋদ্ধির পরিচয়। দিনাজপুরের মেয়ে ঋদ্ধি সেদিন অটোগ্রাফ নিতে এসেছিলেন। ১০ই ফেব্রুয়ারি তাদের প্রথম ফোনে কথা হয়। আর একুশে ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় প্রথম দেখা করেন তারা। ধীরে ধীরে তাদের যোগাযোগ রূপ নেয় প্রেমে। বিয়ের মধ্য দিয়ে এর সফল সমাপ্তি হয়।