English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৩:০২

অর্জুন খুবই সেক্সি, কারিনার সরল উক্তি

অনলাইন ডেস্ক
অর্জুন খুবই সেক্সি, কারিনার সরল উক্তি

পুরুষরা নাকি সবসময়ই সেক্স নিয়ে চিন্তা করেন! এই উপলব্ধি  কা’র। অর্থাৎ অর্জুন কপূরের। তবে ব্যক্তি জীবনেও এই অভিজ্ঞতা হয়েছে কী না তা অবশ্য খোলসা করেননি নায়ক।

আর বালকির নতুন ছবি ‘কি অ্যান্ড কা’র প্রচারে এসে এমনই মন্তব্য করলেন তিনি। আরও একটা কথা খোলসা করেছেন। আর তা হল, মহিলারা সব সময়ই সুপিরিওর। তিনি মা হোন, বোন, বন্ধু বা প্রেমিকা সব ক্ষেত্রেই মহিলারা সুপিরিয়র। এই সত্যিটা পুরুষরা মানতে চান বা নাই চান দৈনন্দিনের অভিজ্ঞতায় তাঁরা ভালই টের পান।

সম্প্রতি করিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল সিনেমাটিতে এত যে ঘনিষ্ঠ দৃশ্য, মুহুর্মুহু চুমু, অভিনয় করতে গিয়ে অস্বস্তি হয়নি করিনার? সাইফের বেগমের উত্তরে কী করিনার বক্তব্য অর্জুনকে ঘন ঘন চুমু খেতে তাঁর একটুও অসুবিধে হয়নি। কারণ অর্জুন নাকি খুবই হ্যান্ডসাম। তিনি এও বলেছেন যে সিনেমাটি দেখার পরে অনেক মেয়েই হয়তো তাঁদের জীবনে ঠিক এমনই একজন পুরুষকে চাইবেন যাঁরা বাড়ির সব কাজকর্ম করবেন, বিল জমা দেবেন। কিন্তু করিনার বক্তব্য, এমনটা ভাবার কোনও কারণ নেই যে অর্জুনের চরিত্রটি বাড়ির সব কাজ করতে পারে বলে শুধুমাত্র সেই কারণেই মেয়েদের তাঁকে ভাল লাগবে। তাঁর মতে, অর্জুনকে এই সব কাজ করার সময়ে খুব ‘সেক্সি’ দেখতে লেগেছে এবং এমন একজন ‘সেক্সি’ পুরুষ যে প্রচুর ‘চুমু’ পাবেন তা আর আশ্চর্য কী? বলেছেন করিনা।

আগামী ১ এপ্রিল মুক্তি পেতে যাওয়া কারিনা-অর্জুনের ‘কি অ্যান্ড কা’র ছবির প্রচারে এসে এমনই মন্তব্য করলেন সাইফ পত্নী কারিনা।