English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১০:৪৭

ভাবনার গাড়িতে বোমা!

অনলাইন ডেস্ক
ভাবনার গাড়িতে বোমা!

ভাবনার উত্তরার বাসার সামনেই গামছায় মুখ ঢেকে হাতে একটি প্যাকেট নিয়ে মেইনে গেটে এক ব্যক্তি হাঁটাহাঁটি করছেন। ভাবনাকে বহনকারী গাড়িটি যখন বাড়ীর থেকে রাস্তায় নামল ঠিক তখনই মধ্যবয়সী একজন লোক কাগজে মোড়ানো প্যাকেটটি রাখলেন ভাবনার গাড়ির ওপর।

বিষয়টি আঁচ করতে পেরে ভাবনার গাড়ির ড্রাইভার দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। এসময় বোমাটি ফাটার আগেই আতঙ্কে গাড়ি থেকে নেমে আসেন ভাবন নিজেও। স্থানীয়রাও দৃশ্যটি দেখে দ্রুত এগিয়ে এলেন। কিন্তু বোমা ফাটার ভয়ে কেউ প্যাকেটটি খুলতে সাহস পেলনা। পরে ভাবনা নিজেই লাঠি দিয়ে নেড়েচেড়ে প্যাকেটটি খুলে দেখেন আসলে সেখানে বোমা নেই। আছে চমৎকার একটি বেলি ফুল!

এমন এক মজার দৃশ্যের শুটিং হলো গত সপ্তাহে। মাসুদ সেজান নির্মাণ করছেন টেলিছবি ওয়াও। উত্তরার একটি বাড়ির মেইন গেটে চলে এমন শুটিং। এমন দৃশ্য দেখে স্থানীয়রা ঠিকই ভিড় জমিয়ে দিয়েছেন রাস্তায়। তাই তো সংলাপহীন এই একটি দৃশ্য ধারণ করতেই নির্মাতার ঘাম ছুটে গেল। চঞ্চল চৌধুরী ও আশনা হাবীব ভাবনার কয়েক দফা চেষ্টার পর দৃশ্যটি মনঃপূত হলো তাঁর।

মাসুদ সেজান বলেন, পুরোপুরি প্রেমের গল্প। গ্রাম থেকে শহরে আসা এক যুবকের জীবনের সঙ্গে একটি মেয়ের জড়িয়ে পড়ার গল্প নিয়ে এটি নির্মিত। শিগগিরই বাংলাভিশনে দেখা যাবে  টেলিছবিটি। (দৃশ্যের শুটিং দেখতে ক্লিক করুন)