English Version
আপডেট : ২৬ মার্চ, ২০১৬ ১৮:৫৫

পরিনীতির জন্যই ভাঙছে সুশান্ত-অঙ্কিতা

অনলাইন ডেস্ক
পরিনীতির জন্যই ভাঙছে সুশান্ত-অঙ্কিতা
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রায় ৬ বছরের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসছেন অঙ্কিতা লোখান্ডে।  পরিনীতি চোপড়ার জন্যই ভাঙছে সুশান্ত-অঙ্কিতা সম্পর্ক এমন গুঞ্জন রয়েছে বলিউঢে। তাই ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের পর এবার সুশান্ত অঙ্কিতার সম্পর্ক নিয়ে তুলকালাম চলছে l
 
ইন্ডিয়া ডটকমের খবরে প্রকাশ, ‘শুদ্ধ দেশি রোমান্স’ এর সময় থেকেই পরিনীতির সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয় সুশান্তের। আর তখন থেকেই অঙ্কিতার সঙ্গে সমস্যা শুরু হয় সুশান্তের। আর এবার সত্যি সত্যিই সম্পর্কটা ভেঙেই গেল।
 
প্রথমে শোনা যাচ্ছিল, অতিরিক্ত কাজের চাপের জন্য অঙ্কিতাকে সময় দিতে পারছেন না সুশান্ত। কিন্তু এখন শোনা যাচ্ছে, অঙ্কিতা-সুশান্তের ব্রেক আপের জন্য দায়ী প্রিয়াংকা চোপড়ার ছোট বোনই।
 
যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। তবে ক্যাটরিনা- রণবীর, আবরাজ-মালাইকা, ফারহান-অধুনার পর এবার সুশান্ত-অঙ্কিতার সম্পর্কটাও ভাঙল, এটা অনেকটাই নিশ্চিত।