English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১২:১৯

শ্রদ্ধার বিকিনি ও শয্যাদৃশ্য নিয়ে ঢালিউডে ঝড়

অনলাইন ডেস্ক
শ্রদ্ধার বিকিনি ও শয্যাদৃশ্য নিয়ে ঢালিউডে ঝড়

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি তৈরির সংখ্যা বাড়ছে। যৌথ প্রযোজনার ছবি নিয়ে কোথাও না কোথাও চাপা ক্ষোভও জমছিল ঢালিউডের অন্দরে। অনেক সময়ই অভিযোগে উঠে এসেছে যৌথ প্রযোজনার ছবিতে কলকাতাই বেশি গুরুত্ব পাচ্ছে।

সম্প্রতি জিৎ ও শ্রদ্ধা অভিনিত  ‘বাদশা’ নামে একটি ছবিকে কেন্দ্র করে আরও একবার তা সামনে এল। অন্য মোড়কে। উপলক্ষ ছবির নায়িকা শ্রদ্ধা দাস।

বাংলাদেশের একটি পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, জিৎ অভিনীত ‘বাদশা’ ছবিতে নায়িকা শ্রদ্ধা দাসকে একটি দৃশ্যে বিকিনি পরে দেখা গিয়েছে। ছবিতে তাঁর শয্যাদৃশ্যও রয়েছে। যাতে তাঁর অভিনয় ভীষণ সাবলীল। যৌথ প্রযোজনার ছবিতে এই দৃশ্য নিয়েই নতুন বিতর্ক দানা বেঁধেছে ঢালিউডে।

খবর:আ.বাজার।