English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ১১:২৩

'বাদশা’ তে পূজার ভাই জিৎ

ষ্টাফ রিপোর্টার
'বাদশা’ তে  পূজার ভাই জিৎ
ছবিঃ সংগৃহীত

যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’ তে ভাইবোনের ভূমিকায় অভিনয় করছেন  দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পূজা রয়’র ভাই ওপার বাংলার সুপারস্টার জিৎ। পূজা বড়পর্দায় নায়িকা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অভিনেত্রীর কিশোরী বেলার চরিত্রে অভিনয় করলেও প্রথম ও শেষবারের মতো নায়কের বোনের ভূমিকায় অভিনয় করছেন পূজা। জিৎ পূজার প্রিয় নায়কদের একজন। মূলত জিৎ আছে বলেই এ ছবিতে কাজ করছেন তিনি।

এ ব্যাপারে পূজা বলেন, ‘উত্তরায় জিৎ দা এর সঙ্গে শুটিংয়ে সুন্দর সময় কাটিয়েছি। তিনি খুব ভালো মনের মানুষ। বেশ সহযোগিতা করেছেন। অভিনয়ের বেলায় মনে রাখিনি, জিৎয়ের সঙ্গে কাজ করছি।’ প্রিয় নায়কের সঙ্গে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। ইতিমধ্যে রবিবার (২০ মার্চ) ছবির বাকি কাজের জন্য পূজা ভারতে অবস্থান করছেন।