English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ১১:০৫

সুপারম্যান স্পাইডারম্যান ব্যাটম্যানদের রাজত্বে এবার ‘সুপারউইম্যান’

অনলাইন ডেস্ক
সুপারম্যান স্পাইডারম্যান ব্যাটম্যানদের রাজত্বে এবার ‘সুপারউইম্যান’

 

এতোদিন রূপালী পর্দায় সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যানদের দেখে দর্শক কিন্তু অবিশ্বাস্য ও দুনিয়া কাপানো সব ক্ষমতা কি শুধু পুরুষের আছে মহিলাদের কেন নয়? এ প্রশ্নে উত্তর খুঁজতে গিয়ে হলিউডকে বেশ জোরেই ধাক্কা দিয়েছেন।

মাকড়সাটি কেন পিটার পার্কারকেই হুল বিঁধিয়ে দেয়? ‘ভুল’ করে হলেও তো কোনো সাধারণ, এলেবেলে নারীকেও কামড়টা দিতে পারত, যে নারী হয়ে উঠতেন অসাধারণ কেউ।

অভিনেত্রীদের পারিশ্রমিক, অভিনেত্রীদের ব্যাপারে নির্মাতাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কম আলোচনা হয়নি। ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান ছবিতে ‘ওয়ান্ডার উইম্যান’ চরিত্রে অভিনয় করা গ্যাল গ্যাদোত বলেছেন, ‘ওয়ান্ডার উইম্যান ডাকা হয় এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যিই আনন্দিত। শুধু নারী নয়, পুরুষের জন্যও এটা গুরুত্বপূর্ণ। যত বেশি এ ধরনের নারী চরিত্রের সৃষ্টি হবে, ততই ভালো। আমি মনে করি, এ রকম চরিত্রে অভিনয় করার আরও সুযোগ আছে। এমন একটি চরিত্রে কাজ করতে পেরে আমি ধন্য।’