English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ০৩:৩০

২২শে মার্চ ঢাকায় আসছেন ‘উর্বশী রাওতেলা’

ষ্টাফ রিপোর্টার
২২শে মার্চ ঢাকায় আসছেন ‘উর্বশী রাওতেলা’
ভারতীয় সুপার মডেল ও ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১২’ বিজয়ী উর্বশী রাওতেলা

ভারতীয় সুপার মডেল ও ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১২’ বিজয়ী উর্বশী রাওতেলা গতবার এসেছিলেন ‘পরবাসিনী’ ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য। তবে এবার আসবেন বিশ্ববিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ডের ৭৩০ লি মডেলের গাড়ি উদ্বোধন করতে। বিষয়টি নিশ্চিত করেন বিএমডব্লিউর একমাত্র আমদানিকারক এক্সিকিউটিভ মটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ দেওয়ান সাজিদ আফজাল। তিনি জানান, ২২শে মার্চ সকালে ঢাকায় নামবেন উর্বশী। এরপর হোটেলে বিশ্রামের পর রাজধানীর র‌্যাডিসন হোটেলে বিএমডব্লিউ ব্র্যান্ডের সর্বাধুনিক সেভেন সিরিজের গাড়িটির লঞ্চিং অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।

বলিউডে বক্সঅফিসে সাড়া জাগানো ‘সনম রে’ ছবিতে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন উর্বশী রাওতেলা। তবে এর আগে উর্বশী রাওতেলার বলিউডে অভিষেক হয় ২০১৩ সালে সানি দেওলের বিপরীতে ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে। উর্বশী ২০১৫ তে ‘ভাগ জনি’ ছবির ‘ড্যাডি মামি’ শিরোনামের আইটেম গানে নেচেছেন। এছাড়াও ভারতীয় দক্ষিনা দু’একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। উর্বশী’র এই বছরে অভিনয় করেছেন ইন্দ্র কুমারের পরিচালনায় ‘মাস্তি’ সিরিজের তৃতীয় ছবি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবিতে। এতে আরও আছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি।

উল্লেখ্য, উর্বশী রাওতেলার বাংলাদেশে আসা উপলক্ষে এর আগে ৭ই মার্চ রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সিকিউটিভ মটরস লিমিটেড।