English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ০৩:০৮

‘দ্য আমেরিকান ড্রিম’ দিয়েই সূচনা করলেন সূচনা আজাদ

ষ্টাফ রিপোর্টার
‘দ্য আমেরিকান ড্রিম’ দিয়েই সূচনা করলেন সূচনা আজাদ

জনপ্রিয় চিত্রনায়িকা পপি মনতাজুর রহমান আকবর পরিচালিত ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন। এর পর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় চলচিত্র পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভুষিত হন। এর পর বিভিন্ন জটিলতার কারণে অভিনয় থেকে বেশ অনেক দিন দুরেও থাকেন তিনি। সম্প্রতি বেশ কিছু নাটক, টেলিফিল্মে অভিনয় করলেও আর অভিনয়ে দেখা যাচ্ছে না তাকে। হয়ত দর্শক তার অভিনয় ভুলতে বসেছে।

সম্প্রতি তুখোর পরিচালক জসিম উদ্দিনের ‘দ্য আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন পপি। ছবিটির প্রধান অভিনেতা সায়মন সাদিক এর বিপরীতে অভিনয় করার কথা ছিল। ছবিতে চুক্তিবদ্ধ হবার পর বাংলাদেশ ও আমেরিকা তে শুটিং এর জন্য পপি শিডিউল দিয়েছিলেন। এর পর ই শুরু হলো সমস্যা।

‘দ্য আমেরিকান ড্রিম’ ছবিটির শুটিং শুরু হলেও এখন পর্যন্ত পপি শুটিং এ আসেননি। এ ব্যাপারে খোজ নিয়ে জানা গেলো, শেষ পর্যন্ত ‘দ্য আমেরিকান ড্রিম’ ছবি থেকে বাদ পড়লেন পপি। তার পরিবর্তে এই ছবিতে অভিনয় করবেন নবাগত নায়িকা সূচনা আজাদ। ইতিমধ্যে সূচনা ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন।

‘দ্য আমেরিকান ড্রিম’ ছবি সম্মন্ধে জানতে চাওয়া হলে পরিচালক জসিম উদ্দিন বলেন, “বাংলাদেশ ও আমেরিকাতে ‘দ্য আমেরিকান ড্রিম’ চলচ্চিত্রের শুটিং হবে। সেভাবেই পপিকে চুক্তিবদ্ধ করেছিলাম। দু’দেশেই পপির শিডিউল নেওয়া হয়েছিল। কিন্তু কাজ শুরুর আগে পপির সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন না। এমনকি তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। এদিকে আমেরিকাতে যাওয়ার সময়ও হয়ে আসছে। তাই বলতে পারেন, বাধ্য হয়েই পপিকে বাদ দিতে হলো। পপির পরিবর্তে সূচনা আজাদ নামে নতুন একজন নায়িকা নিয়েছি। এরইমধ্যে সূচনা শুটিংয়ে অংশ নিয়েছে। আশা করছি, বাংলাদেশে শুটিংয়ের অংশ কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। আর সূচনা সম্বন্ধে এক কথায় বলব, নতুন হিসেবে যথেষ্ঠ ভালো অভিনয় করছে”।