English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৬ ০০:২৬

মা বাবার পাশে চির নিন্দ্রায় দিতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
অনলাইন ডেস্ক
মা বাবার পাশে চির নিন্দ্রায় দিতি

আশির দশকে বাংলা চলচ্চিত্রে সাড়া জাগানো অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দত্তপাড়া গ্রামে তার বাবা মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে।

সোমবার  (২১ মার্চ) দুপুর পৌনে ২টায় সোনারগাঁয়ের দত্তপাড়ার নিজ বাড়ির সামনের মসজিদ মাঠে শেষ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার ইমামতি করেন দিতির মামা মাওলানা দেলোয়ার হোসেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা ও বাবার পাশেই তাকে দাফন করা হয়। এর আগে ঢাকার এফডিসি ও গুলশানে একাধিক জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে দুপুর সোয়া ১২টায় দিতির লাশ পৌঁছালে দত্তপাড়া গ্রামে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ দিতিকে শেষবার এক নজর দেখতে আসেন। এদের মধ্যে পরিবারেরও অনেক সদস্য ছিলেন।

জানা গেছে, সোনারগাঁয়ের দত্তপাড়া গ্রামের মৃত আবুল খলিফার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তৃতীয় হলেন দিতি। দিতি ছোট বেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আশির দশকে বাংলা চলচ্চিত্রে পা রাখেন তিনি। দিতি ছাড়াও তার বড় ভাই মনির হোসেন ও পারভেজ দুজনেই গান গাইতেন। ছোট বোন নাসরিন এক সময় মডেলিং করতেন। আরেক ভাই আনোয়ার ছবি আঁকার সাথে জড়িত।

১৯৭৪ সালে দিতি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেড়িয়ে ভর্তি হন সোনারগাঁও জি আর ইনস্টিটিউশনে। এখানে পড়াশোনার পাশাপাশি দিতি নিয়মিত গান গাইতেন। মূলত গায়িকা হিসেবেই স্থানীয়দের কাছে বেশি পরিচিত ছিলেন তিনি। পরে ১৯৭৯ সালে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন থেকে এসএসসি পাসের পর দিতি পড়াশোনার সুবাদে চলে যান ঢাকায়। সেখানে তিনি বাংলাদেশ টেলিভিশনে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ে জড়িয়ে পড়েন। এক সময় নায়িকা হিসেবে শক্ত অবস্থান দখল করেন বাংলা চলচ্চিত্রে। একের পর এক ব্যবসা সফল ছবির মাধ্যমে দিতি জয় করে নেন দশর্ক হৃদয়।