English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ১৯:১১

ফের মা হচ্ছেন ন্যান্সি

নিজস্ব প্রতিবেদক
ফের মা হচ্ছেন ন্যান্সি

ফের মা হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ন্যান্সির পারিবারিক সূত্রে এ তথ্য জানা যায়।

কণ্ঠশিল্পী ন্যান্সি-জায়েদের সংসারে নায়লা নামে এক কন্যাসন্তান রয়েছে। এবং ন্যান্সির আগের ঘরের রোদেলা নামের এক কন্যাসন্তান আছে। তবে জায়েদ-ন্যান্সি দম্পতির ঘরের নতুন এ অতিথি পুত্র না কন্যা তা জানা যায়নি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সংগীতশিল্পী বর্তমানে চলচ্চিত্রের প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ন্যান্সির নতুন অ্যালবাম 'ভালোবাসো বলেই' জিপি মিউজিক থেকে প্রকাশিত হয়েছে।