English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ১৬:৩১

বাবার পাশেই শায়িত হলেন দিতি

নিজস্ব প্রতিবেদক
বাবার পাশেই শায়িত হলেন দিতি

শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে শায়িত হলেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি। সোমবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দত্তরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে দত্তরপাড়ার নিজ বাড়ির সামনে মসজিদের মাঠে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দিতির ছেলে সাফায়েত হোসেন দীপ্ত চৌধুরী, তার বড় ভাই মনির হোসেন, পারভেজ হোসেন, আনোয়ার হোসেন, তার পরিবারের সদস্যরা, ভক্তসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।   এর আগে ঢাকার এফডিসি ও গুলশানে নামাজে জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে দুপুর সাড়ে ১২টায় দিতির মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। জোহরের নামাজের আগে মরদেহ দত্তরপাড়া জামে মসজিদের মাঠে আনা হয়। 

গতকাল রোববার বিকাল ৪.০৫টা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।