English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ১১:১৭

বিয়ের পর প্রেমিক প্রেমিক আচরণে বিচ্ছেদ!

অনলাইন ডেস্ক
বিয়ের পর প্রেমিক প্রেমিক আচরণে বিচ্ছেদ!

শোবিজ তারকাদের সংসার ভাঙা গড়ার খবর স্বাভাবিক এখন ব্যাপার। মাত্র একদিন আগেই পাঠকরা জানলেন, সোহানা সাবা ও মুরাদ পারভেজের বিচ্ছেদের সিদ্ধান্ত। এর আগে নাদিয়া-শিমুলের বিচ্ছেদের ঘটনার পরবর্তীতে অভিনেত্রী নাদিয়া আবার নতুন ঠিকানায় সংসার গড়েছেন। এদিকে, মাত্র কয়েক মাসের সংসারেই আলাদা থাকছেন সাগর-শম্পা। এমনকি বিচ্ছেদের আইনী নোটিশ পাঠানোর মতো ঘটনাও ঘটলো সাগর-শম্পা’র সংসারে।

উল্লেখ্য, একই রিয়েলিটি শো থেকে তাদের তারকা খ্যাতি। যদিও সাগর খানিক আগে থেকে বিভিন্ন মিউজিক ভিডিও থেকে শুরু করে শোবিজের নানা বিচিত্র কাজে জড়িয়ে পরিচিত ছিলেন দর্শকের কাছে। কিন্তু মডেল-অভিনেত্রী শম্পা হাসনাইন রিয়েলিটি শো থেকে যাত্রা শুরু করেছেন। বেশকিছু নাটক-টিভিসি আর চলচ্চিত্রে কাজ করে পর্দার পরিচিত মুখ হয়েছেন।

তাই তাদের দু’জনেরই শোবিজে কাজ করার ভেতরেই শখ্য শুরু। সেই থেকে প্রেম ও প্রণয়ের সিদ্ধান্ত। হুট করেই নিজেরা বিয়ের ঘোষণা দিয়ে বসেন মাস কয়েক আগে। আনুষ্ঠানিকতাও হয় পারিবারিকভাবে। অথচ এর মাত্র দু’মাস যেতে না যেতেই তাদের বিচ্ছিন্নবাস।

কারণ জিজ্ঞেস করা হলে শম্পা বলেন, ‘অনেকটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ও এখনও সেই প্রেমিকের মতোই আচরণ করছে, কোনো দায়িত্ববোধ নেই। আমি প্রেমিক বললাম, কারণ এখনও আমি আসলে কনফিউজ কেন ও এমন করছে? বিয়ের পর থেকে আমি আমার বাড়ি, আর আর সাগর থাকে ওর বাড়ি। কি অদ্ভুত আচরণ। এর নাম কী সংসার? মাঝে মাঝে যেন আমি বেড়াতে যাই, কিংবা ও বেড়াতে আসে। এইভাবে আমিও তো আমার পরিবারকে বোঝাতে পারছিলাম না। আর মিডিয়ার ভয়ে আমি খানিক হতাশা থেকেই নিজেকে লুকিয়ে রাখার জন্য ময়মনসিংহ চলে যাই। এর ভেতরে আমি নোটিশ পাঠিয়েছি। দেখা যাক, কী আছে কপালে? তবে আমরা আর একসাথে থাকছি না এটুকু চূড়ান্ত।’

অন্যদিকে, সাগরের কাছ থেকে জানা গেল শুধুই হতাশার খবর। সাগর বলেন, ‘জীবনযুদ্ধ করে যাচ্ছি। আমি দোষ দেবো না। কিন্তু আমার পক্ষে কোনো ডিসিশন জানানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, আমরা আলাদাই থাকছি। আমাদের ভেতরে আর কথা-বার্তাটুকুও হচ্ছে না।’

এ অবস্থায় শম্পা বলেন, ‘জীবনের এই রকম টানাপোড়েনে আসতে হবে ভাবিনি। আসলেও সংসার জীবন অনেক কঠিন। আরও একটু ভালোভাবে ওকে বুঝেই সংসারটা শুরু করা উচিত ছিল। এখন এই মানসিক অস্থিরতায় আমি নিজেকে সামলে উঠতেও পারছি না। অনেকগুলো সিঙ্গেল নাটক-সিরিয়ালের অফার থাকলেও কাজ শুরু করতে পারছি না। বিষয়টির ফয়সালা কি হবে সেটাও জানি না। এদিকে এখন মিডিয়াতে প্রকাশ পেলেই হয়তো আমার অন্যান্য আত্মীয়-স্বজনরা বিষয়টি জেনে যাবে। তাই নতুনভাবে জীবনকে গোছানোর চেষ্টা করছি।’