English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৭:০৯

অবশেষে চলে গেলেন নায়িকা দিতি

নিজস্ব প্রতিবেদক
অবশেষে চলে গেলেন নায়িকা দিতি

দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন দেশিয় চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা পারভীন সুলতানা দিতি।

আজ রোববার বিকাল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…..রাজিউন)। খবরটি নিশ্চিত করেন মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা।

মস্তিষ্কে ক্যানসার আক্রান্ত হওয়ায় গত বছরের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। কিন্তু আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের নভেম্বরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় চলতি বছরের ৮ জানুয়ারি এ অভিনেত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফেরার পরপরই তাঁকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সেখানেই এতোদিন তার চিকিৎসা চলছে।

পারভীন সুলতানা দিতি ৩১ মার্চ ১৯৬৫ (বয়স ৫০) জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’।