English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৬:৫৯

আনুশকার প্রশংসায় পঞ্চমুখ সালমান

নিজস্ব প্রতিবেদক
আনুশকার প্রশংসায় পঞ্চমুখ সালমান

মেধাবীদের সঙ্গে কাজ করতে পারলে খুবই ভাল লাগে। বলিউড ‘সুলতান’ সালমান খানের ‘পিকে’ তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে জিজ্ঞাস করতেই বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে প্রশংসায় ভাসালেন এই দাবাং তারকা।   প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করছেন সালমান খান ও আনুশকা শর্মা এসময় সালমান সহ-অভিনেত্রীর প্রশংসা করে বলেন, আনুশকা বেশ ভাল অভিনেত্রী।   আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবিতে একজন মুষ্টিযোদ্ধা হিসেবে দেখা যাবে সালমানকে। এই চরিত্রের প্রয়োজনে ওজনও বাড়িয়েছেন তিনি। এদিকে আনুশকাও একজন মুষ্টিযোদ্ধা হিসেবে অভিনয় করবেন। এরজন্য ছয় সপ্তাহ প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে আগামী ৮ জুলাই ছবিটি মুক্তি পেতে পারে।