English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৪:৪৬

মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন রানি?

অনলাইন ডেস্ক
মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন রানি?
রানি মুখোপাধ্যায়

আদিরার বয়স মাত্র চার মাস। এই প্রথম বাড়ির বাইরে বেরোবে সে। এনিয়ে বাবা-মায়ের ব্যাপক প্রস্তুতি। রাজকুমারীর জেন একটুও কষ্ট না হয়। রানী মাতা তো তার রাজা সাহেবকে আগেই বলেছেন আমাদের এই সফরে কোনো রাজ কাজ থাকবে না। আমরা নিজেদের রাজ্যেই ঘুরে বেড়াবো। কথাগুলো শুনে মনে হতে পারে এটা কোনো রাজপরিবারের সফরের প্রস্তুতি। না এটা কোনো রাজপরিবারের সফর নয় রানি মুখোপাধ্যায় এবং আদিত্য চোপড়ার মেয়ে আদিরার প্যারিস যাওয়ার প্রস্তুতি এটা।

চলতি বছর গরমেই সপরিবার প্যারিসে যাচ্ছেন আদিত্য। আর তা শেষ হলেই রানি এবং আদিরাকে নিয়ে ছুটি কাটাবেন। শোনা যাচ্ছে, যশরাজ প্রোডাকশনের পরের ছবি ‘বেফিকর’-এর শুটিং শুরু হবে প্যারিসেই। সে কারণেই প্যারিস যাচ্ছেন আদিত্য। একইসঙ্গে ছুটিও কাটানো হবে। প্যারিসে ইতিমধ্যেই একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও ভাড়া নেওয়া হয়েছে।

তবে অনেকেই মনে করছেন, পাপারাত্‌জিদের কাছে আদিরার ছবি ফ্রেমবন্দি করার এটাই সব থেকে ভাল সুযোগ। কারণ এখনও আদিরার ছবি প্রকাশ্যে আসেনি। আর এই প্রথম বাড়ির বাইরে পা রাখছে এই খুদে সেলেব।