English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ১৭:০৪

ওড়না ধরার লোক রাখলেন আলিয়া!

অনলাইন ডেস্ক
ওড়না ধরার লোক রাখলেন  আলিয়া!

বলিউডের রূপালী পর্দায় পা রাখার পর একের পর এক চলমক দেখিয়েই চলছেন মহেশ বাট কন্যা আলিয়া। এমনিতে তাঁর ‘দাবাং লেডি’ ইমেজ। সারাক্ষণই কারোকে না কারোকে তটস্থ করে বেড়াচ্ছেন। তার ওপর শুক্রবারই মুক্তি পেয়েছে আলিয়া ও সিদ্ধার্থ অভিনীত ‘কপূর অ্যান্ড সনস’।

সম্প্রতি জয়পুরে গিয়েছিলেন আলিয়া।সঙ্গে ছিলেন সিদ্ধার্থ মালহোত্র। মুম্বাই বিমানবন্দর থেকে বের হওয়ার সময়ে আলিয়ার সালোয়ারের ওড়না গড়াগড়ি খাচ্ছিল মাটিতে। কিন্তু তখন একটি ছেলে আলিয়ার পিছনে পিছনে   হাঁটতে থাকে। সেই ছবি সামাজিক যোগাযোগ সাইডগুলোতে ভাইরাল হয়ে ছড়াচ্ছে।

সম্প্রতি দু’জনে একসঙ্গে দুবাইয়ে ছুটিও কাটিয়েছেন। বলিউড গসিপে এখন আলিয়ার বয়ফ্রেন্ড হিসাবে সিদ্ধার্থকে ব্যাখ্যা করা হচ্ছে। এরমধ্যে আলিয়া ও সিদ্ধার্থ জুটি বেঁধে শেষ করেছেন আন্তর্জাতিক এক লাইফ-স্টাইল ম্যাগাজিনের জন্য ফোটোশ্যুট। এই নিয়েও জোর আলোচনা। আর এর পরে আলিয়ার ওড়না ধরে থাকা সিদ্ধার্থর ছবি সেই আলোচনায় বাড়তি রসদ বলেই মনে করছেন রসিকরা।