English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ০১:০৬

দর্শক প্রশংসায় গ্ল্যামার গার্ল বিপাশার প্রথম ছবি ‘গুন্ডামী’

ষ্টাফ রিপোর্টার
দর্শক প্রশংসায় গ্ল্যামার গার্ল বিপাশার প্রথম ছবি ‘গুন্ডামী’

ঢাকার চলচ্চিত্রে আইটেম সং এখন অপরিহার্য্য। আইটেম সং এর কথা বলা হলে প্রথমেই উঠে আসে এ সময়ের তুমুল জনপ্রিয় আইটেম গার্ল বিপাশা কবিরের নাম। প্রথম সিনেমা ভালোবাসার রং-এ আইটেম গার্ল হিসেবে পারফর্মস করে ঢালিউডে তাক লাগিয়ে দেন। এ পর্যন্ত তিনি প্রায় অর্ধ শতাধিক সিনেমাতে পারফর্মস করেন। এ বছর তিনি প্রথমবারের নায়িকা রূপে দর্শকদের সামনে আসেন। গত ১১ মার্চ সায়মন তারিক পরিচালিত দেশীয় চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল বিপাশার নায়িকা হিসেবে অভিনীত প্রথম ছবি ”গুন্ডামী” ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে। অ্যাকশান থ্রিলারে নির্মিত ছবিটিতে নায়ক হিসেবে অভিনয় করেছেন শাহরিয়াজ।

মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি অভূতপূর্ব সাড়া মিলছে এবং সাথে নায়িকা রূপী বিপাশাকে দর্শকরা দারুন ভাবে গ্রহন করেছেন।দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে প্রদর্শক পরিবেশকদের সাথে কথা বলে জানা গেছে তাদের প্রতিটি শো দর্শকপূর্ন যাচ্ছে। তারা আরো জানান অনেকদিন পর তারা এমন দর্শকমহল হাউজফুল যাচ্ছে। সিনেমাটি সাফল্যে চলচ্চিত্র পাড়া স্বস্থির নিঃশ্বাস পড়েছে। দর্শক থেকে শুরু করে সমালোচকরাও বিপাশাকে নায়িকা রূপে প্রশংসা করছেন।

প্রথম ছবির সাফল্যে বিপাশা কবির ঢাকা পোস্টকে বলেন- ‘আমি সবকিছুর জন্য মহান আল্লাহ তায়ালার শুকুরিয়া আদায় করছি। আমার ক্যারিয়ারের বড় একটা স্বপ্ন ছিলো দর্শকদের সামনে আমি একজন পরিপূর্ণ নায়িকা হিসেবে হাজির হবো। এই ছবিটির মধ্য দিয়ে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি আমার ভক্তদের কাছে আরো একবার কৃতজ্ঞ তাদের ভালোবাসার কাছে আমি ঋনী এবং সবচেয়ে খুশি এই কারণে যে দর্শকরা আমাকে একজন নায়িকা হিসেবে গ্রহণ করেছেন। আমি অনেক হলে নিজে গিয়ে দর্শকদের সাথে ছবিটি দেখেছি। যেখানেই গেছি দর্শকরা আমাকে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। এটা আমার জন্য বিশাল একটি পাওয়া। আমি আমার অভিনীত সামনের ছবিগুলোতেও দর্শকদের এই ভালোবাসা ধরে রাখার চেষ্টা করবো’।

আগামী ২৯ এপ্রিল বিপাশা কবিরের ২য় চলচ্চিত্র ‘বাজে ছেলে -দ্যা লোফার’ সোহেল-বাবু পরিচালিত বাপ্পীর বিপরীতে। উল্লেখ্য, দেশীয় চলচ্চিত্র জগতে বিপাশার যাত্রা শুরু হয়েছিল আইটেম গার্ল হিসেবে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিটির মধ্য দিয়ে। শাহরিয়াজ ও বিপাশা কবির ছাড়াও এতে  অভিনয় করেছেন- কাজী হায়াৎ, মিশা সওদাগর, সাদিয়া আফরিন,আলেকজেন্ডার বো, রিমুসহ অনেকে।