English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ০০:৫৮

আজ মুক্তি পাচ্ছে শিলা-সুমিত অভিনীত ‘মিয়া বিবি রাজি’

ষ্টাফ রিপোর্টার
আজ মুক্তি পাচ্ছে শিলা-সুমিত অভিনীত ‘মিয়া বিবি রাজি’

১৮ মার্চ সারাদেশে প্রায় অর্ধশত হলে মুক্তি পাচ্ছে জনপ্রিয় চিত্রপরিচালক শাহীন সুমন পরিচালিত সিনেমা মিয়া বিবি রাজি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা ও সুমিত। ছবিটিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ওমর সানীসহ আরো অনেকে।

গত বছরের ৬ আগস্ট মিয়া বিবি রাজি সিনেমার শুটিং শুরু হয়। এরপর পুবাইল, হোতাপাড়া, রাঙ্গামাটি, সিলেট, কুমিল্লার ময়নামতি, সোনার গাঁসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়। এ ছবিটির গানের একটি দৃশ্যাধারনের মাধ্যমে কক্সবাজারে শুটিং শেষ হয় গত বছরের ২৭শে অক্টোবর। বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে সিনেমাটি ৪ঠা জানুয়ারি ছাড়পত্র পায়।

এ সিনেমায় গান রয়েছে সর্বমোট ৫টি। গানগুলোর কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও শহিদুল্লাহ ফরায়েজী। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। কণ্ঠ দিয়েছেন মমতাজ, কোনাল, রাজিব, পলাশ, কিশোর ও রন্টি দাশ।

গ্রামের এক প্রভাবশালী পরিবারের মেয়ে শিলা। পরিবারে সবাই তাকে যেমন ভয় পায় তেমন অনেক আদর ও করে। তার কথা শোনে সবাই। সে তার নিজের ইচ্ছে মতো কাজ করে। চাচা মিশা সওদাগর শিলার জন্যই বিয়ে করেননি। অন্যদিকে এ ছবির নায়ক সুমিত গ্রামের এক স্কুল মাস্টারের ছেলে। এক পর্যায় শিলা আর সুমিতের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এভাবেই চলতে থাকে মিয়া বিবি রাজি সিনেমার গল্প।