English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৬ ০০:৪৭

অবশেষে আজ মুক্তি পাচ্ছে তানহা-নিরবের ‘ভোলা তো যায়না তারে’

ষ্টাফ রিপোর্টার
অবশেষে আজ মুক্তি পাচ্ছে তানহা-নিরবের ‘ভোলা তো যায়না তারে’

অবশেষে আজ মুক্তি পাচ্ছে তানহা-নিরবের ‘ভোলা তো যায়না তারে’ ছবিটি। এর আগে গত ২৯ জানুয়ারী ছবিটি মুক্তি পাবার কথা ছিলো। ইতোমধ্যে ৯ মার্চ ইউটিউবে ছবিটির ট্রেলার বেশ আলোড়ন তুলেছে। এই ছবির মধ্য দিয়ে রুপালী পর্দায় অভিষেক হচ্ছে তানহা তাসনিয়ার। এছাড়াও প্রিমিয়ারে নিরবের এই ছবি বেশ প্রশংসায় ভেসেছে। নিরব ও তানহা অভিনীত ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি নিরবকে সুখ্যাতি এনে দিতে পারে বলে প্রিমিয়ার পরবর্তী সময়ে সমালোচকরা মন্তব্য করেছিলেন। নিরবের নিখুত অভিনয় ছুঁয়ে যাবে দর্শকদের এমনটা মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

‘ভোলা তো যায়না তারে’ ছবি সম্পর্কে নিরব বলেন, ‘এই ছবির চরিত্রে আমার উত্থান-পতনের গল্প রয়েছে। গল্পের প্রয়োজনে অভিনয়েও টার্ন নিতে হয়েছে। কখনও উচ্ছ্বল কখনও আবেগীয়। আর এসব কারণে দর্শকেরা ছবিটি মনে রাখবে। আমার ধারণা বহুদিন পর এদেশের দর্শকেরা একটা গল্পময় ছবি দেখতে পারবে। দর্শক ছবিটির প্রথম ভাগ দেখলে পুরো ছবিটি না দেখে ওঠবে না’। গল্পের বৈচিত্রতায় মুগ্ধতা রয়েছে বলেও তিনি জানান। নীরব আরো জানান, ঢাকার বিভিন্ন সিনেমা হলে দর্শকদের সঙ্গে তিনি ছবিটি দেখবেন।

তানহা ঢাকা পোস্টকে জানান, এই ছবিতেই তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। সে কারণেই ‘ভোলা তো যায় না তারে’র প্রতি তাঁর আবেগ একটু বেশি। ইতিমধ্যে তানহা বেশ কয়েকটি ছবিতে অফার পেয়েছেন তবে বুঝে শুনেই ছবি সাইন করছেন নায়িকা। কারণ প্রচুর অর্থ উপার্জন নয়, অভিনয় করে দর্শকদের কাছের মানুষ হয়ে উঠতে চান তিনি। তানহা আরো বলেন, ‘আজকের দিনটির জন্য অনেক অপেক্ষা করছি। নিজেকে বড় পর্দায় দেখবো। তবে মানসিক চাপও অনুভব করছি। দর্শক প্রথম আমাকে বড় পর্দায় দেখবেন, তাঁরা আমাকে কীভাবে নেবেন, খুব ভাবনা হচ্ছে।’

ছবিটিতে আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। ছবিটি প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস। ছবিটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। এর দৃশ্যায়ন হয়েছে।

‘ভোলা তো যায় না তারে’ ছবিটি হিন্দু ও মুসলিম পরিবারের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটির গল্প। এ ছবিতে তানহা অভিনীত চরিত্রের নাম নীলাঞ্জনা। মুসলিম তরুণ নীরবের সঙ্গে তাঁর প্রেম হয়। কিন্তু পরিবারের চাপে নীলাঞ্জনা বিয়ের পিঁড়িতে বসেন হিল্লোলের সঙ্গে। তার পর ঘটনাক্রমে তানহা-নীরবের মিল হয়, অথবা আদৌ মিলন হয় কী না তা নিয়েই এগিয়েছে ছবির গল্প।