English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ২২:২৩

হৃত্বিকের বিরুদ্ধে কঙ্গনাকে যৌন নিপিড়নের অভিযোগ

অনলাইন ডেস্ক
হৃত্বিকের বিরুদ্ধে কঙ্গনাকে যৌন নিপিড়নের অভিযোগ

ভারতীয় দণ্ডবিধির ৬৭ নম্বর ধারা  (তথ্য প্রযুক্তির রীতি লঙ্ঘন) এবং ৫০৬ ধারা (মহিলাকে যৌন হয়রানি/নিপিড়ন) অনুযায়ী কঙ্গনা রানাউত যদি হৃত্বিক রোশনের বিরুদ্ধে মামলা করেন তাহলে তার (হৃত্বিকের) ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। সাবেক হৃত্বিকের প্রেমিকা ইতোমধ্যেই তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন কম জাননা, তিনি কঙ্গনাকে পাল্টা নোটিশ পাঠিয়েছেন।

এই দুই তারার ভাঙা প্রেম আর তা পরবর্তীতে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি নিয়ে বেশ কয়েক মাস ধরেই মশগুল বি টাউন। এক জন আর এক জনকে বিশ্বাসঘাতক বলছেন, তো অন্য জন পরের মুহূর্তে তাঁকে অকিঞ্চিত্কর প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। পর টুইট যুদ্ধের পালা সেরে দু’জনেই আপাতত আইনের রাস্তা ধরেছেন।

কঙ্গনার অভিযোগ, হৃত্বিক নাকি আইনি নোটিশে তাঁদের গোপন কথা, পুরনো প্রেমপত্র বাজারি করে দেওয়ার হুমকি দিয়েছেন। এই বলি ডিভা আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, এ সব করার চেষ্টা করলে হৃত্বিককে তিনি নাকি ১০ বছরের জন্য জেলের ঘানি টানতে পাঠিয়ে দেবেন।

কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৬৭ নম্বর ধারা (তথ্য প্রযুক্তির রীতি লঙ্ঘন) অনুযায়ী মামলা করতে পারেন তাঁরা, যাতে আসামি হৃত্বিকের সর্বাধিক ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। এছাড়াও হৃত্বিকের বিরুদ্ধে আইপিসি-র ধারা ৪৯৯ ও ৫০০ (মানহানি) ও ৫০৬ (কোনও মহিলাকে যৌন হয়রানি) মেনে মামলা করার কথা ভারছেন কঙ্গনা। দোষী প্রমাণ হলে বিপুল অংকের জরিমানা গুনতে হবে সুপার হিরো হৃত্বিকে। সূত্র-আনন্দবাজার