English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১১:০২

খোলামেলা কথা নিয়ে বিগ বস বাংলা’য় জয়া!

অনলাইন ডেস্ক
খোলামেলা কথা নিয়ে বিগ বস বাংলা’য় জয়া!

রাজকাহিনীর ছবির অনবদ্য অভিনয়ের পর ভারত জুড়ে বিশেষ করে পশ্চিম বঙ্গে পরিচিত মুখ জয়া। তবে এবার কোনো খেলা মেলা দৃশ্যে অভিনয় নয়। খোলামেলা কথা নিয়ে আয়োজিত কালার্স বাংলায় শুরু হতে যাচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্ বাংলা’র দ্বিতীয় সিজনে তাকে দেখা যেতে পারে।

গত সিজনে সঞ্চালকের দায়িত্বে মিঠুন চক্রবর্তী থাকলেও এবার তার জায়গায় থাকছেন জিৎ। আর জিৎ-এর অতিথি হিসেবে তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলে-পল্লবী চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, মালবিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের।   শোনা যাচ্ছে, বিগ বস‌’এর ‘খাস অতিথি’ হবার জন্য প্রস্তাব দেয়া হয়েছে তাপস পালকে। ফেং সুই বিশেষজ্ঞ সঞ্জয় কাপুরকেও নাকি প্রস্তাব দেয়া হয়েছে। তবে কেউই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। চুক্তি অনুযায়ী বিগ বস‌’এর বাড়িতে ঢোকার আগে কাউকেই কিছু জানানো যায় না।