English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১১:৩৭

পাকিস্তান ক্রিকেট দলকে মিরার সতর্ক বার্তা

অনলাইন ডেস্ক
পাকিস্তান ক্রিকেট দলকে মিরার সতর্ক বার্তা

জনপ্রিয় পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী মিরা পাকিস্তান ক্রিকেট দলকে উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছে বলেছেন ‘চাপ নিও না, চাপ দাও’।

মঙ্গলবার লাহোরের নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামার আগে বহু আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী পাকিস্তান দলের উদ্দেশে এই বার্তা দেন।

মিরা আরো বলেন, ক্রিকেট একটি জ্বরের নাম এই জ্বরে অভিনেতা-অভিনেত্রীরাও আক্রান্ত। তাই আমাদের সবার উদ্দেশে হওয়া উচিত তাদের সমর্থন দেয়া চাও দেয়া নয়। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাকিস্তান ক্রিকেট দলটি বিশ্বের অন্যতম একটি সেরা দল। পাকিস্তান দলের খেলা দেখা আমাদের পুরো পরিবারের একটি রুটিন কাজ। পাকিস্তান দলের প্রতি আমার সমর্থন রয়েছে। আমাদের পুরো পরিবার প্রার্থনা করছে আজ পাকিস্তান জিতে যাক।

শহীদ আফ্রিদির সম্প্রতিক বক্তব্যের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিরা বলেন, তার আরো ভারসাম্যপূর্ণ বক্তব্য দেয়া উঠিত। তাবে তিনি যতখানি বলেছেন ঠিক করেছেন। তিনি পুরো পাকিস্তান টিমকে দেশে ফিরে তার পরবর্তী ছবি দেখারও আমন্ত্রণ জানান। মিরার পুরো বার্তা দেখুন।সূত্র:ডন