English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ০২:৫৫

ফারুকীর ‘ডুব’ এর জন্য আজ ঢাকায় আসছেন ইরফান খান

ষ্টাফ রিপোর্টার
ফারুকীর ‘ডুব’ এর জন্য আজ ঢাকায় আসছেন ইরফান খান

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব’-এর জন্য ভারতের জনপ্রিয় অভিনেতা ইরফান খান আজ ঢাকায় আসছেন। ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘আজ সকালের ফ্লাইটে ঢাকায় আসার পর ১৯শে মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি অংশ নেবেন’।

‘ডুব’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ইরফান খান। এ ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী ও কলকাতার পার্নো মিত্র, অশোক ধনুকা প্রমুখ। ছবিটির যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ইরফানের প্রযোজনা প্রতিষ্ঠান আই কে কোং ও ভারতের এস কে মুভিজ।

Indian Actor Irrfan Khanছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য ১৯শে মার্চ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছবির প্রযোজক ও অভিনয়শিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন হবে, এ ব্যাপারে জানিয়েছেন ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আরো জানা যায় কয়েক দিনের মধ্যেই ঢাকার বিভিন্ন লোকেশনে ‘ডুব’ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন ইরফান খান। আগামী এপ্রিল মাসের ১০ তারিখে ছবির প্রথম অংশের কাজ শেষ হবে। ছবির গল্প প্রসঙ্গে জানা গেছে, দুটি পরিবারের উত্থান-পতনের গল্প এটি। পরিবারের প্রধান মানুষটি মারা যাওয়ার পর দুই পরিবারই বুঝতে পারে তাদের মধ্যে ভালোবাসার বন্ধন কতটা দৃঢ়। মৃত্যু সবসময় দূরে নিয়ে যায় না, কাছেও টানে।