English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ২১:০৯

ড্রাইভারী করছেন আলিয়া!

অনলাইন ডেস্ক
ড্রাইভারী করছেন আলিয়া!

ডেয়ার-ডেভিল মেয়ে বলেই পরিচিতি মহেশ ভট্ট ও সোনি রাজদানের মেয়ের আলিয়া ভট্ট, মুম্বইয়ের রাস্তায় ড্রাইভারি করছেন! হঠাৎ, তাঁর কি দরকার পড়ল! তাও আবার গোবেচারা টাইপের ছেলের গাড়ি চালান তিনি।মুম্বইেয় নাকি কিছুই চিনতে পারছেন না তিনি। তাই আলিয়াকে ড্রাইভার করেছেন তিনি সেই কবি কবি ভাব ছেলেটি রণবীর সিংহ।  

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সংস্থার বিজ্ঞাপনে এই প্রথম দেখা যাবে আলিয়া ও রণবীরকে। এতক্ষণ যা পড়লেন, আসলে তার সবটাই একটা বিজ্ঞাপনের গল্প। দু’জনেই এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রতিভাধর অভিনেতা-অভিনেত্রী। কিন্তু, দু’জনের কেউই এর আগে অভিনয়ে জুটি বাঁধেননি। সেক্ষেত্রে এটাই তাঁদের জুটির প্রথম অভিনয়। খুব শিগগিরই আসতে চলেছে আলিয়া ও রণবীরের এই বিজ্ঞাপনটি।