English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১৬:১১

ইন্দ্রনীলের বিপরীতে ‘প্রেম কাব্য’ ছবি দিয়ে চলচিত্রে অভিষেক হতে যাচ্ছে হেলেনের

ষ্টাফ রিপোর্টার
ইন্দ্রনীলের বিপরীতে ‘প্রেম কাব্য’ ছবি দিয়ে  চলচিত্রে অভিষেক হতে যাচ্ছে হেলেনের

বাংলাদেশের ব্লু জিনজার মাল্টিমিডিয়া ও কলকাতার মুন্না ফিল্মস ইন্টারন্যাশনালের যৌথ প্রযোজনায় ‘প্রেম কাব্য’ চলচ্চিত্রে ভারতের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর বিপরীতে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের নবাগত হেলেনের। ছবিটি কলকাতা থেকে পরিচালনা করবেন অনুজ মিত্র। বাংলাদেশের পরিচালক কে থাকছেন, তা এখনো ঠিক হয়নি।

“প্রেম কাব্য” ছবি সম্পর্কে হেলেন বলেন, ‘এর আগে বেশ কয়েকটি ছবিতে আমার কাজ করার কথা থাকলেও ছবিগুলো করা হচ্ছে না। এই ছবিটিতে আজ চুক্তিবদ্ধ হলাম। এটি একটি নারীপ্রধান চলচ্চিত্র। আমাকে কেন্দ্র করেই ছবিটির গল্প। ছবির গল্পটা পড়ে আমার কাছে  অনেক ভালো লেগেছে। এখন চরিত্রটার প্রস্তুতি নিয়েই ব্যস্ত আছি’।

আর এদিকে ‘চোরাবালি’ চলচ্চিত্রের মধ্যদিয়ে প্রথম ঢাকাই ছবিতে অভিনয় শুরু করেন ভারতের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এরপর বেশকিছু ঢাকাই ছবিতে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। এই চলচ্চিত্রের জন্য তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে। অভিনেতা ইন্দ্রনীল সম্পর্কে ব্লু জিনজার মাল্টিমিডিয়ার কর্ণধার রাজু আহমেদ জানান, “ইন্দ্রনীলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে। আজকালের মধ্যেই অফিসিয়ালি তাকে চুক্তিবদ্ধ করানো হবে”। রাজু আহমেদ আরো জানান, ‘প্রথমবারের মত যৌথ প্রযোজনার ছবি নিয়ে কাজ করছি। এখন ছবির প্রি-প্রডাকশনের কাজ করছি’।

রোমান্টিক ধাঁচের ‘প্রেম কাব্য’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রাজু আহমেদ নিজেই লিখেছেন। চলতি বছরের জুনে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে। আশা করা যাচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্রটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে আর নবাগত হেলেন তার অভিনয় দিয়ে সকলের মন জয় করে বাংলাদেশের একজন সম্ভাবনাময় সফল চিত্রনায়িকা হিসেবে বিবেচিত হবেন।