English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১১:২৬

বিয়ে করলেন আকৃতি কক্কর

অনলাইন ডেস্ক
বিয়ে করলেন আকৃতি কক্কর

অবশেষে দীর্ঘ দিনের প্রেমিক পরিচালক চিরাগ আরোরার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন গায়িকা আকৃতি কক্কর।

গত ৮ মার্চ সম্প্রতি টুইটারে বিয়ের ছবি শেয়ার করে গায়িকা সকলকে বিয়ের বার্তা জানান। জয়পুরে এক বিলাসবহুল অনুষ্ঠানে তাঁর বিয়ে হয়। রাজস্থানের ট্র্যাডিশনাল গয়নায় ঘাগরা চোলিতে সেজেছিলেন তিনি।

আকৃতি জানিয়েছেন, ‘মা’র পছন্দে সবসময়ই আমার আস্থা রয়েছে।মা আর আমি বিয়ের শপিং করেছি।’ আপাতত গানে দিন কয়েকের ব্রেক নেবেন বলেও জানান আকৃতি। কারণ বরের সঙ্গে খুব শিগগিরই হনিমুনে বের হচ্ছে। কোথায় যাবেন তা এখনো গোপনই আছে।