English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১০:৫৮

দেবাশীষের “চল পালাই” ছবিতে শিপন-তমা জুটি

নিজস্ব প্রতিবেদক
দেবাশীষের “চল পালাই” ছবিতে শিপন-তমা জুটি

শিপনের প্রথম ছবি “দেশা দ্য লিডার” এর পরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় দিয়ে দর্শকদের নজরেও আসেন তিনি। আর এদিকে সুসময়ে দিন কাটাচ্ছেন চিত্র নায়িকা তমা মির্জা। নবাগত হেলেন এর পরিবর্তে পরিচালক রয়েল খানের “গেম রিটার্ন” ছবিতে অভিনয় শুরু করেন। এর পর আরো একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী তমা মির্জা। দেবাশীষ বিশ্বাস পরিচালিত “চল পালাই” ছবিতে শিপনের বিপরীতে অভিনয় করবেন তিনি। 

"চল পালাই" ছবিতে এবারই প্রথমবারের মত তমা ও শিপনকে একসঙ্গে বড় পর্দায় দেখবেন দর্শকরা। এ ছবি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তমা জানান, “ছবিতে শিপন ছাড়াও আরেকটি চরিত্রে অভিনয় করবেন শাহরিয়াজ। তার সঙ্গে এর আগে ‘অ্যাডিকশন’ নামে একটি ছবিতে অভিনয় করা হলেও এবরাই প্রথম শিপনের সঙ্গে কাজ করতে যাচ্ছি। ছবির গল্পটা ত্রিভুজ। আমি শিপনের সঙ্গে পালিয়ে যাওয়ার পথে দেখা হয় শাহরিয়াজের সঙ্গে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা”।  এরইমধ্যে সাইমন ও পরীমনিকে নিয়ে পরিচালক দেবাশীষ বিশ্বাস ‘মন জ্বলে’ নামেরও একটি ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। তবে ‘চল পালাই’ ছবি প্রসঙ্গে তিনি জানান, এপ্রিল থেকে এ ছবির কাজ শুরু করছি। ছবির কাহিনীতে অনেক টুইস্ট রয়েছে। আর ‘মন জ্বলে’ ছবির কাজটা এ ছবির পরে শুরু করব। দুটি ছবিই দর্শকের পছন্দ হবে বলে আশা করছি।