English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১৬:৪৭

মায়ের শৈশব বাড়ি দিবেন অামির

নিজস্ব প্রতিবেদক
মায়ের শৈশব বাড়ি দিবেন অামির

৫১ বছরে পা দিলেন বলি টাউনের মোস্ট পারফেকশনিস্ট অামির খান। জন্মদিন পালন করতে তড়িঘড়ি আমেরিকা থেকে ফিরেছেন। প্রতি বছরের মতো এ বারেও রয়েছে তাঁর স্পেশাল উইশ। মুম্বইয়ের বাংলো থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তাঁর বার্থ-ডে উইশের কথা।

তাঁর কথায়, ‘‘বারাণসীতে আমার মায়ের ছোটবেলার বাড়ি রয়েছে। সেখানে এখন অন্য লোকেরা বসবাস করেন। এ বছর আমি সেটা কিনতে চাই। মায়ের বয়স প্রায় ৮০। মাকে আমি ওটা উপহার দিতে চাই।’’  

এদিন সকালে বিমানবন্দরে আমিরকে স্বাগত দানাতে গিয়েছিলেন স্ত্রী কিরণ রাও এবং পুত্র আজাদ। সেখানেই শুভেচ্ছা জানিয়ে তাঁকে জড়িয়ে ধরেন আজাদ। ‘‘তিন সপ্তাহ ধরে আমেরিকাতে রয়েছি আমি। খাওয়া, ঘুম আর এক্সসারসাইজ। এটাই ছিল আমার রুটিন। দিনে ছ’ঘন্টা ধরে ব্যয়াম করতাম। তাই আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোটা খুব জরুরি ছিল’’ জানিয়েছেন আমির।