English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ০৯:৪৮

ইনস্টাগ্রামে ঝড় তুলছেন সেলিনা গোমেজ?

অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে ঝড় তুলছেন সেলিনা গোমেজ?

হৃদয় কাড়া হাসি আর অসাধারণ বাচন ভঙ্গি, পোশাকেও নান্দনিকতার আর আধুনিকের মিশেল তরুনী বয়স মাত্র ২৩। এসময়ের মধ্যে তিনি গায়িকা, নায়িকা, ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে অন্যন উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমান সময়ে সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে সব থেকে জনপ্রিয় তিনি।

সম্প্রতি স্ন্যাপচ্যাটে তাঁর ফলোয়ারের সংখ্যা ৬৯.১ মিলিয়ন। তিনি আর কেউ নন সেলিনা গোমেজ। সেলিনার থেকে একটু পিছিয়ে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবার। তাঁর ফলোয়ারের সংখ্যা ৬১ মিলিয়ন। ফ্যানদের উদ্দ্যেশ্যে সেলিনা তাঁর জানিয়েছেন, এই মুহূর্তে তিনি নাম্বার ওয়ান, আর ফ্যানদের জন্যেই এটা সম্ভব হয়েছে।