English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১২:০০

বাঁধন ছিন্ন সিদ্ধান্তে অটল মালাইকা

নিজস্ব প্রতিবেদক
বাঁধন ছিন্ন সিদ্ধান্তে অটল মালাইকা
কোন কিছুতেই আটকানো যাবেনা তাকে। জোড়া লাগানোর শেষ চেষ্টাও সালমান খান ব্যর্থ। আরবাজ খানকে ডিভোর্স করার চূড়ান্ত সিদ্ধান্তে অটল মালাইকা আরোরা খান।
 
বলিউডের একটা বড় অংশ জানিয়েছে, আরবাজ-মালাইকার সম্পর্ক টিকিয়ে রাখতে বার বার চেষ্টা করেছেন সালমান খান। মালাইকাকে ফোন করে অনেক বুঝিয়েছেন ভাইজান। কিন্তু কোনোভাবেই মালাইকাকে ফেরানো যায়নি। আর কয়েকদিনের মধ্যেই ডিভোর্স ফাইল করবেন নায়িকা। তিন মাস আগে খান বাংলো ছেড়ে ছেলেকে নিয়ে বান্দ্রায় বাবার ফ্ল্যাটে চলে যান মালাইকা। তখন থেকেই এই সম্পর্কে ভাঙন ধরার আঁচ পাওয়া গিয়েছিল। কখনও শোনা গিয়েছে এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। বেশকিছু মহল বলছে, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙছেন মালাইকা। কিন্তু এ নিয়ে মুখ খোলেননি তিনি।
 
আরবাজ বার বার ফেরাতে চেয়েছেন মালাইকাকে। প্রকাশ্যে বলেছেন, ১৭ বছর হল বিয়ে হয়েছে আমাদের। আমি এখনও মালাইকার ব্যাপারে পজেটিভ। ও আমার কাছে সবথেকে বেশি দামি। ওকে হারিয়ে ফেলার ভয়ও পাই। কিন্তু তাও বোধহয় শেষ রক্ষা হল না। বি-টাউনে 'শকিং ব্রেকআপ'-এ এবার হয়তো যোগ হতে চলেছে আরবাজ-মালাইকার নামও।খবর- আনন্দবাজার পত্রিকা