English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১০:৪২

সংসার জীবনের ইতি টানলেন পর্ন স্টার মেরি

অনলাইন ডেস্ক
সংসার জীবনের ইতি টানলেন পর্ন স্টার মেরি

অবশেষে ছয় বছর বিবাহিত জীবনের ইতি টানলেন পর্ন তারকা ও প্রাক্তন রাজনীতিবিদ মেরি কেরি। কারণ তাঁর স্বামী মারিও মঙ্গ মেরিকে যৌন সুখ দিতে পারছিলেন না। মারিও চাইতেন পর্ন কেরিয়ার থেকে ছুটি নিন তিনি। সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও ভেবেছিলেন মেরি। কিন্তু তাঁর নিজের জীবনে কোনও আনন্দ ছিল না। মারিও তাঁকে যৌন আনন্দ দিতে ব্যর্থ ছিলেন।

মেরির দাবি, মারিও চাইত আমি বাড়িতেই থাকি। আমার পুরনো নামের বদলে নতুন নাম মেরি এলেন কুক নাম নিয়ে বাকি জীবনটা কাটাই। আমি সেটা মেনেও নিয়েছিলাম। কিন্তু ও আমাকে যৌন পরিতৃপ্তি দিতে পারেনি। তাই ডিভোর্স ফাইল করেছি। এখন আমি নানা মানুষের সঙ্গে যৌন সহবাসের জন্য তৈরি। মেরির এই বিস্ফোরক অভিযোগে হতবাক তাঁর পরিচিতরা।