English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১২:৪৩

আশিকি থ্রিতে হৃতিকের সঙ্গে ভাট

অনলাইন ডেস্ক
আশিকি থ্রিতে হৃতিকের সঙ্গে ভাট
রাহুল রায়, আদিত্য রায় কাপুরের পর বলিউডের তিন নম্বর 'আশিক'তে যে দেখা যাবে হৃতিক রোশনকে সে খবরে শিলমোহর পড়েছিল আগেই। তারপর থেকে যে প্রশ্নটা ঘোরাফেরা করছিল সেটা হল, কার 'আশিকি' তে মাতবেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক।
 
শোনা যাচ্ছিল হৃতিকের বিপরীতে দেখা যাবে সোনম কাপুরকে। তা যে হচ্ছে না সেকথা সোনম নিজেই জানিয়ে দিয়েছেন। এতে কঙ্গনা রনৌতের সম্ভাবনাও ছিল। তাতে অবশ্য একটু নাক শিঁটকেছিলেন হৃতিকই। তিনি নাকি কঙ্গনার সঙ্গে 'কমফরটেবল' নন। তবে কে? অবশেষে মিলেছে উত্তর। আশিকি থ্রি-তে হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে বলিউডের বাবলি গার্ল আলিয়া ভাটকে। সূত্র: জিনিউজ