English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১১:৩৩

সাইফ-কারিনার বিয়ের রহস্য

অনলাইন ডেস্ক
সাইফ-কারিনার বিয়ের  রহস্য
সাইফ আলী খান ও কারিনা কাপুর ঘর বেঁধেছেন প্রায় সাড়ে তিন বছর। পতৌদির 'নবাব' সাহেবের সঙ্গে 'বেবো'র বিয়ে পূর্ব রোমান্স আর বিয়ে পরবর্তী দাম্পত্য জীবন নিয়ে কম আলোচনা হয়নি। তবে এতদিন বিয়ে-প্রেম ইত্যাকার বিষয়াদি নিয়ে বলতে গেলে চুপই ছিলেন সাইফ-কারিনা।
 
এবার আর বিষয়টি চেপে রাখতে পারলেন না। বিয়ের আগে নিজেদের মধ্যকার বোঝাপড়ার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন এ দম্পতি। তাদের বিয়ে নিয়ে গোপন থাকা রহস্যটি কী? রহস্য আসলে একটি শর্ত; বিয়ের আগেই নাকি সাইফকে শর্ত দিয়েছিলেন করিনা। আর তা হলো- তাকে নিজের মতো করে থাকতে দিতে হবে। কারিনার কথায়,  'আমি সবসময় কাজ করতে চেয়েছি। অর্থ উপার্জন করে স্বাধীন থাকতে চেয়েছি। সাইফকে বিয়ের আগে আমি স্পষ্ট বলেছিলাম, বিয়ের পর আমাকে কাজ করতে দিতে হবে। আমার কাজ নিয়ে ওর কোনো আপত্তি ছিল না। আজ আমি একইসঙ্গে কাজ করে টাকাও রোজগার করছি, আবার স্ত্রীর দায়িত্বও সামলাচ্ছি। সাইফও এতে সমর্থন করছে।' 'নবাবি' আবহে বড় সাইফের পরিবারের নারীদের কাজ করা নিয়ে কোনো সংস্কার নেই। তাই করিনার শর্ত মেনে নিতে একটুও আপত্তি করেননি ছোট 'নবাব'। খবর আনন্দবাজার পত্রিকা।