English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১০:৪৮

আজ‘স্বাধীনতার উৎসবে’মাতাবে মমতাজ বাপ্পা পড়শী

অনলাইন ডেস্ক
আজ‘স্বাধীনতার উৎসবে’মাতাবে মমতাজ বাপ্পা পড়শী

বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশার এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে ‘স্বাধীনতার উৎসবে’ মাতাবে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। এছাড়াও উৎসবে আরো গাইবেন প্রতীক হাসান, মারিয়া শিমু, পড়শী ও সামিয়া।

বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশার এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে ১১ মার্চ অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘স্বাধীনতার উৎসবে’। এটিএন বাংলার প্রেস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের কর্মকর্তা জানান, অনুষ্ঠানে বিমানবাহিনীর নিজস্ব শিল্পীদের পরিবেশনা সঙ্গে থাকছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের গান।

এটিএন বাংলা রাত ১০টা পর্যন্ত ‘বিমান বাহিনীর ঘাঁটি বাশার’থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন হুমায়রা এবং ফাইজা খান।