English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ০১:২৬

জকোভিচের সঙ্গে রাতের ডেটিংয়ে দীপিকা!

অনলাইন ডেস্ক
জকোভিচের সঙ্গে রাতের ডেটিংয়ে দীপিকা!

দিপিকা-রণবীর সিং একে-অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে তা নতুন করে জানার কিছু নেই। ভ্যালেন্টাইনস ডে এর সময় দীপিকার সাথে সুদূর লস এঞ্জেলসে চলে যায় রণবীর। বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে তার হলিউডের বিশাল প্রজেক্ট ‘ত্রিপল এক্স’ এর শুটিং এর জন্য লস এঞ্জেলসে অবস্থান করছেন। তিনি তার সম্পূর্ণ সময় এখন হলিউডের এই প্রজেক্টে ব্যয় করছেন।

এদিকে বৃহস্পতিবার ভারত জুড়ে সবচেয়ে বড় খবর হল কাল রাতে দীপিকা টেনিস তারকা নোভাক জকোভিচের সাথে ডেটিংয়ে গিয়েছিলেন।  রাতে তারা লস এঞ্জেলসের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খান। তাদের এই ডিনার ডেট থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি ভারতীয় গণমাধ্যম।

দীপিকার বাবা একজন ভারতীয় টেনিস তারকা। সেই সুবাদে দীপিকার ছোটকাল থেকে টেনিসের প্রতি ভাল লাগা ছিল। তাই টেনিসের বর্তমান সময়ের বড় তারকার সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করেন নি তিনি। কিন্তু রাতের ডিনারের পর রণবীর সিং কি তাহলে তার বীরত্ব হারালেন। গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে রণবীরের জবাব কি হয় তাই এখন দেখার পালা।