English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ২০:৫৫

মল্লিকা শেরওয়াতের অভিনব শরীরচর্চা (ভিডিও)

অনলাইন ডেস্ক
মল্লিকা শেরওয়াতের অভিনব শরীরচর্চা (ভিডিও)

খোলামেলা দৃশ্যে সানি লিওন যেমন সমালোচিত ঠিক একই ভাবে মল্লিকা শেরওয়াতও। বড় পর্দায় আবেদনময়ী এই নায়িকার ক্যারিয়ার শুরু ইমরান হাসমির সঙ্গে মার্ডার দিয়ে। আর মল্লিকা শেরাওয়াতের ‘ডার্টি পলিটিক্স’ সিনেমা দিয়ে তার ভক্তদের হৃদয়ের মণিকোঠায় একটি বড় স্থান দখল করেছেন। ওই ছবিতে ওমপুরীর সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় ছিলো অনবদ্য।যদিও ছবির জন্য মামলার মুখোমুখি হয়েছেন এই বলিউড হটগার্ল।বলিউডে এখন অনেক পরিণত তিনি।তার ক্যারিয়ারের বয়সও প্রায় এক যুগ। সময়ের সঙ্গে সঙ্গে অনেককিছুরই বদল হয়েছে। পরিবর্তন হয়েছে মল্লিকা শেরওয়াতের কেরিয়ারেরও। এখন তাঁকে বলিউড ফিল্মে দেখা যায় কম। বরং, অনেক হলিউড মুভিতেই দেখা যায় তাঁকে। দেখতে লিংকে ক্লিক করুন

একটা জিনিসের অবশ্য বদল হয়নি মল্লিকা শেরওয়াতের। তা হলো, তাঁর 'হট ফিগারের'! কিন্তু মল্লিকা শেরওয়াতের এই শরীরী সৌন্দর্যের রহস্য কী? এই বিষয়ে অভিনেত্রী আগে অনেকবারই তাঁর ডায়েট চার্টের কথা বলেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় মল্লিকা দিয়েছেন তাঁর জিমে শরীরচর্চা করার ভিডিও। উদ্দেশ্য তাঁর ভক্তদের আরও বেশি সচেতন করে তোলা।