English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১২:০৯

অবশেষে মুখ খুললেন ভাট

নিজস্ব প্রতিবেদক
অবশেষে মুখ খুললেন ভাট

বলিউডের প্রথম সারির নায়িকা আলিয়া ভাট অবশেষে নিজের মুখে স্বীকার করলেন, সিদ্ধার্থ মালহোত্রের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনটা সত্যি।

যদিও সবাই জানতো তাদের প্রেমের কথা। কিন্তু কখনোই এ বিষয়ে মন্তব্য করতে রাজী হয়নি তারা।  তবে এবার নিবিঘ্ন তা স্বীকার করলেন ভাট।

‘কাপুর অ্যান্ড সন্‌স’ এর প্রচারে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলিয়া বলেন, এমনভাবে সকলে কথা বলছেন, যেন সদ্য খবরটা জানা গেছে। হ্যাঁ, আমি ওকে (সিদ্ধার্থ) ভালবাসি। কোন চাপ নেই। আর ওর সঙ্গে শ্যুটিং করার অভিজ্ঞতাটাও যথারীতি অসাধারণ।