English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১০:১০

ক্যাটের বিপদে সালমান

নিজস্ব প্রতিবেদক
ক্যাটের বিপদে সালমান

প্রেম ভেঙেছে। তাই প্রাক্তন রণবীর কপূরের বাংলো ক্যাটরিনা কাইফ ছাড়বেন এটাই স্বাভাবিক। কিন্তু খবর এখন অন্য। ক্যাটকে নতুন বাড়ি খুঁজে দিতে সাহায্য করছেন রেশমা শেট্টি। মানে সালমান খানের সেক্রেটারি।

গত রোববারই দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। বান্দ্রায় বেশ কয়েকটি বাড়ি দেখেছেন তাঁরা। কিন্তু কোনও বাড়ি এখনও তাঁদের পছন্দ হয়নি। এমনিতেই বলি-টাউনে কেউ সমস্যায় পড়লে সাহায্যে এগিয়ে আসেন সালমান। আর ক্যাটরিনার ক্ষেত্রে যে ভাইজান একটু বেশিই স্পর্শকাতর হবেন, সে আর আশ্চর্য কী?

তবে কি ‘সিলভার স্যান্ডস’-এর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে শেষে কি খানের বাংলোতেই গিয়েই উঠবেন নায়িকা? এমন জল্পনায় ঘুরছে বলি-মহলের আনাচে-কানাচে।