English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ০২:৪৭

জনপ্রিয়তার শীর্ষে থেকেও আত্মহত্যা করেছিলেন যেসব তারকা, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয়তার শীর্ষে থেকেও আত্মহত্যা করেছিলেন যেসব তারকা, কিন্তু কেন?

বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন। জনপ্রিয়তার মধ্যগগনে ঝলঝল করেও উঠেছিল কিছু তারা। পেয়েছিলন তারকাখ্যাতিও। তারপরও তারা নিজেকে শেষ করে দেয়ার মত চরম সিদ্ধান্ত নিয়েছেন। শেষ করে দিয়েছেন নিজেদের।

এর ফলে হারিয়ে গিয়েছে উজ্জ্বল কিছু নক্ষত্র। যাদের মৃত্যু আজও ভাবায় মানুষকে। কেন তারা নিজেকে শেষ করে দিলেন? এমন প্রশ্নের উত্তর আজও মিলেনি।

১। জিয়া খান : বলিউডে বেশ নাম করতে শুরু করেছিলেন এই অভিনেত্রী। মাত্র তিনটে ছবিতে অভিনয়ের পরই নিঃশব্দে জীবন থেকে সরে দাঁড়ান এই নায়িকা। বেছে নেন আত্মহত্যার পথ। ২০১৩ সালে জুনে নিজ বাোতে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযোগের তীর তার বয়ফ্রেন্ড সূরজ পাঞ্চোলির দিকে। তবে সূরজ বরাবরই

নিজেকে নির্দোষ দাবী করে আসছেন। তবে প্রশ্ন রয়ে গেছে, কেন আত্মহত্যা করলেন জিয়া? কি ছিল তার সেই আত্মহত্যার কারণ?

২। দিব্যা ভারতী : বলিউডে খুবই অল্প সময়ে সব থেকে বেশি নাম করেছিলেন এই নায়িকা। তার অভিনয় আর রূপ মাধুরীতে মুগ্ধ করেছিলেন পুরো পৃথিবীর সিনেপ্রেমীদের। তিনি ৯০-এর দশকের একজন সফল অভিনেত্রী। ১৯ বছর বয়সে নিজের পাঁচতলার ফ্ল্যাটের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে তার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলছেন আত্মহত্যা। কেউ বলছেন হত্যা। তবে আজও এর রহস্য উদঘাটন সম্ভব হয় নি।

৩। সিল্ক স্মিতা : তিনি ছিলেন দক্ষিণী ছবির দারুণ জনপ্রিয় একজন অভিনেত্রী। ৮০-র দশকে বোল্ড অভিনয় করে নজরে আসেন এই নায়িকা। কিন্তু, ১৯৯৬-এর সেপ্টেম্বরে একদিন নিজের বেডরুমে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জীবনের প্রতি হতাশ ও মানসিক অবসাদে ভুগছিলেন বলে তিনি তার সুইসাইড নোটে লিখে যান।

৪। কুলজিত রানধাওয়া : তিনি ছিলেন ছোটোপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। জনপ্রিয় ‘কোহিনূর’ সিরিজের মধ্য দিয়ে সবার নজর কাড়েন তিনি। ২০০৬-এ নিজ বাসভবনে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। এখানেও দায়ি অত্যধিক মানসিক চাপ।

৫। নাফিসা জোসেফ : মডেল ও এমটিভি ভিডিও জকি। ১৯৯৭-এ মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাবের অধিকারিণী তিনি। এরপর মিস ইউনিভার্সে সেমি ফাইনালিস্ট। ২০০৪-এ আত্মহত্যা করেন নাফিসা। কিছুদিন পরেই তার বিয়ের কথা ছিল। জানা গেছে প্রেমে প্রতারিত হয়েই চরম পথ বেছে নেন নাফিসা।